menu-iconlogo
huatong
huatong
kumar-biswajit-chader-gaye-chad-legeche-cover-image

Chader Gaye Chad Legeche

Kumar Biswajithuatong
konbawahuatong
Тексты
Записи
চাঁদের গায়ে চাঁদ লেগেছে

আমরা ভেবে করবো কি..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে

আমরা ভেবে করবো কি..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে

আবার.. ঝিয়ের পেটে মায়ের জন্ম

ঝিয়ের পেটে মায়ের জন্ম

তারে তোমরা বলবে কি..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে

আমরা ভেবে করবো কি..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে

ছয় মাসের এক কন্যা ছিল

নয় মাসে তার গর্ভ.. হলো গো..

ছয় মাসের এক কন্যা ছিল

নয় মাসে তার গর্ভ.. হলো গো..

আবা র এগার মাসে তিনটি সন্তান

এ গার মাসে তিনটি সন্তান

কোনটা করবে ফকিরি..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে

আমরা ভেবে করব কি..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে

ঘর আছে তার দুয়ার নাই

লোক আছে তার.. বাক্য নাই গো

হায়রে, লোক আছে তার.. বাক্য নাই গো

আবা র কে তাহারে আহার যোগায়

কে তাহারে আহার যোগায়

কে দেয় কখন সন্ধ্যাবাতি

চাঁদের গায়ে চাঁদ লেগেছে

আমরা ভেবে করব কি..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে

ফকির লালন ভেবে বলে....

ছেলে মরে মাকে ছু্ঁলে গো..

হায়রে, ছেলে মরে মাকে.. ছুঁলে গো

এখন এ কয় কথার অর্থ নইলে

এ কয় কথার মনে নইলে

তার হবেনা ফকিরি..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে

আমরা ভেবে করব কি..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে

আবা র ঝিয়ের পেটে মায়ের জন্ম

ঝিয়ের পেটে মায়ের জন্ম

তারে তোমরা বলবে কি..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে

আমরা ভেবে করবো কি..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে

আমরা ভেবে করবো কি..

চাঁদের গায়ে

চাঁদের গায়ে

চাঁদের গায়ে চাঁদ লেগেছে

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

Еще от Kumar Biswajit

Смотреть всеlogo

Тебе Может Понравиться