এই যে আকাশ আর এই যে মাটি
সবই যে তোমার দেওয়া দান
তোমারই খেয়ালে গড়া মানুষ যে তাই
গায় গো তোমারি জয় গান।
প্রণাম তোমায় যে তারকেশ্বর,
তোমার আসন জানি সবার উপর।
বিপদে আপদে তাই দলে দোলে
তোমার চরণ ছুঁতে মানুষ চলে
তোমার স্মরণ নিলে দুঃখী আর দুখ
হাসি মুখে জানি তুমি করে দেবে ত্রাণ।
প্রণাম তোমায় যে তারকেশ্বর,
তোমার আসন জানি সবার উপর।
শপথের জল নিয়ে চলেছি যে তাই
তোমার মাথায় তাকে ছড়াতে যে চাই
আসুক যতই কেন প্রলয় বাধা
মেটাও মনের আশা ওগো ভগবান।
প্রণাম তোমায় যে তারকেশ্বর,
তোমার আসন জানি সবার উপর।
তুমি শেখালে নাথ পিতা স্বর্গ
পিতারই কারনে নিয়ে চলি অর্ঘ্য
পরম পিতার কাছে এতো নিবেদন
বিফল করোনা ওগো করোনা নিদান।
প্রণাম তোমায় যে তারকেশ্বর,
তোমার আসন জানি সবার উপর।
Biplab adhikari..... Enjoy singing