menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Ektarata (From "Rawkto Rawhoshyo")

Lagnajita Chakraborty/Debdeep Mukhopadhyayhuatong
officermahaneyhuatong
Тексты
Записи
এই একতারাটার সুরগুলো খুব একা

তার কাঁচা আলোর গন্ধে

ফেরার পথে দেখা হলে নেশার মতো দু'হাত

শুধু কালবৈশাখী চায়

ওই সিঁড়ি ভাঙা অঙ্কগুলোই ডোবালো আমায়

এর চেয়ে বেশি কি বলো আর চাইতে পারি?

ভাবি প্রমাণ কি আর করবে সরলরেখাও

অন্ধকার ওই উড়িয়ে দিলে হাতপাখারা

যদি পারো, আমায় ভালোবাসতে শেখাও

আবার উড়বো বলে চাইছি দুটো ডানা

বলো মেঘলা হয়ে থাকবে কতক্ষণ

আমরা যেমন নীল কাগজের নৌকো বানাই

আমরাই আবার ভাঙতে থাকি মন

এর চেয়ে বেশি কি বলো আর চাইতে পারি?

ভাবি এখন কি আর করবে অপেক্ষা

অন্ধকারের অন্ধকার আজ কম পড়েছে

যদি পারো সেটাই ভালোবাসতে শেখাও

আমার ফুল খেলা ঘর বাঁধলো ঠোঁটে বিচ্ছিরি গান

তোমার ঘুম ভেঙেছে কৃষ্ণচূড়ার মতো

এই বুকের ভিতর নরম আলো পাশ ফিরে থাক

আমি জলছবিতে আঁকবো তোমার ইতস্তত

আমি জলছবিতে আঁকবো তোমার ইতস্তত

আমি জলছবিতে আঁকবো তোমার ইতস্তত

Еще от Lagnajita Chakraborty/Debdeep Mukhopadhyay

Смотреть всеlogo

Тебе Может Понравиться