menu-iconlogo
huatong
huatong
avatar

একখান পান চাইলাম

Lailahuatong
sockankle61huatong
Тексты
Записи
একখান পান চাইলাম পান দিলে না,

তোমার সনে কিসের পিরিতি,

একখান পান চাইলাম পান দিলে না

তোমার সনে কিসের পিরিতি,

এগো তোমার সনে কিসের পিরিতি,

এ গো তোমার সনে কিসের পিরিতি,

পিরিতি গো, তোমার সনে কিসের পিরিতি

একখান পান চাইলাম পান দিলে না

তোমার সনে কিসের পিরিতি,

দয়া করে কপি করবেন না।

এবং রি আপলোড দিবেন না।

আমি প্রেম করবো না তারও সনে

যে জন প্রেমের ভাব না জানে,

সেই প্রেমেতে হয়না বসতি,

আমি প্রেম করবো না তারও সনে,

যে জন প্রেমের ভাব না জানে,

সেই প্রেমেতে হয়না বসতি,

এগো সেই প্রেমেতে হয়না বসতি

এগো সেই প্রেমেতে হয়না বসতি, বসতি গো

তোমার সনে কিসের পিরিতি,

একখান পান চাইলাম পান দিলে না

তোমার সনে কিসের পিরিতি,

নতুন নতুন মিউজিক পেতে সাথেই থাকুন।

আমার প্রেম করিয়া হইল জ্বালা,

না করছে জন আছে ভালা,

প্রেমের বুঝি এমনই রীতি,

আমার প্রেম করিয়া হইলো জালা,

না করছে জন আছে ভালা,

প্রেমের বুঝি এমনই রীতি,

এগো প্রেমের বুঝি এমনই রীতি,

এগো প্রেমের বুঝি এমনই রীতি,রীতি গো,

তোমার সনে কিসের পিরিতি,

একখান পান চাইলাম পান দিলে না

তোমার সনে কিসের পিরিতি,

লাইক দিতে ভুলবেন না।

দিনো রাম কানায়ে বলে,

সুজনে, সুজনে, মিলে,

প্রেম করিলে হয়না দুর্গতি,

দিনো রাম কানয়ে বলে

সুজনে, সুজনে, মিলে,

প্রেম করিলে হয়না দুর্গতি,

এ গো মরনে হয় সঙ্গের ও সাথী,

এ গো মরনে হয় সঙ্গের ও সাথী, সাথী গো,

তোমার সনে কিসের পিরিতি,

একখান পান চাইলাম পান দিলে না,

তোমার সনে কিসের পিরিতি,

এগো তোমার সনে কিসের পিরিতি,

এগো তোমার সনে কিসের পিরিতি, পিরিতি গো

তোমার সনে কিসের পিরিতি,

একখান পান চাইলাম পান দিলে না,

তোমার সনে কিসের পিরিতি,

ধন্যবাদ

Еще от Laila

Смотреть всеlogo

Тебе Может Понравиться