সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
পাবিরে অমূল্য নিধি
পাবিরে অমূল্য নিধি বর্তমানে
পাবি বর্তমানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
Uploaded by
Sayeed-13321053973
ভজ মানুষের চরণ দুটি
নিত্য বস্তু হবে খাঁটি
ভজ মানুষের চরণ দুটি
নিত্য বস্তু হবে খাঁটি
মরিলে সব হবে মাটি
মরিলে সব হবে মাটি
ত্বরায় এই ভেদ লও জেনে
ত্বরায় এই ভেদ লও জেনে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
Uploaded by
Sayeed-13321053973
শুনি মরলে পাবো বেহেস্তখানা
তা শুনে তো মন মানে না
শুনি মরলে পাবো বেহেস্তখানা
তা শুনে তো মন মানে না
বাকির লোভে নগদ পাওনা
বাকির লোভে নগদ পাওনা
কে ছাড়ে এই ভুবনে
কে ছাড়ে এই ভুবনে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে