menu-iconlogo
huatong
huatong
avatar

এক জীবনে আর কতবার/Hamid_WE

LRBhuatong
Hamid___🆆🅴huatong
Тексты
Записи
এক জীবনে আর কতবার

আমি কেঁদে যাব

এক জীবনে আর কত বার

আমি ব্যাথা পাব

এই জীবনের শেষে আমার

মরণ এসে দাঁড়াবে পাশে

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

কিছু ব্যথা পাওয়া; কিছু ব্যথা নেয়া

কিছু ফিরে পাওয়া; কিছু মনে রাখা

এই এক জীবনে; যদিও হয় পুরণ

তবুও আমি জানি

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

Music

যদি মন ভাঙ্গে; যদি স্বপ্ন গড়ে

মুছে গিয়ে সব অভিলাষের ভীড়ে

এই এক জীবনে; যদিও হয় পুরণ

তবুও আমি জানি

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

এক জীবনে আর কতবার

আমি কেঁদে যাব

এক জীবনে আর কত বার

আমি ব্যাথা পাব

এই জীবনের শেষে আমার

মরণ এসে দাঁড়াবে পাশে

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

তখনও বুঝি কেঁদে কেঁদে যাব।

Еще от LRB

Смотреть всеlogo

Тебе Может Понравиться