menu-iconlogo
huatong
huatong
avatar

Ekdin Ghum Bhanga Shohore

LRBhuatong
normylehuatong
Тексты
Записи
এক দিন, ঘুম ভাঙ্গা শহরে...

মায়াবী সন্ধ্যায়, চাঁদ জাগা এক রাতে...

একটি কিশোর ছেলে, একাকি স্বপ্ন দেখে...

হাসি আর গানে, সুখের ছবি আঁকে...

আহা কি যে সুখ

এক দিন, ঘুম ভাঙ্গা শহরে...

মায়াবী সন্ধ্যায়, চাঁদ জাগা এক রাতে...

স্বপ্নরা হারিয়ে যায় সময়ের সাগরে...

ব্যথার আবীরে কবিতা আঁধারে হারায়...

ভাবনার ফুল ঝরে ঝরে যায় আহা...

জীবনের গান হয়না সুরে গাওয়া...

এক দিন, ঘুম ভাঙ্গা শহরে...

মায়াবী সন্ধ্যায়, চাঁদ জাগা এক রাতে...

ছবি সব বিমূর্ত হয়, যায় না বোঝা যায় না...

আশার ঝরনা, পায়না সুখের ঠিকানা...

হতাশা শুধু সাথি হয়ে যায় আমার...

সে কিশোর এবার জীবন ছেড়ে পালায়...

এক দিন, ঘুম ভাঙ্গা শহরে...

মায়াবী সন্ধ্যায়, চাঁদ জাগা এক রাতে...

একটি কিশোর ছেলে, একাকি স্বপ্ন দেখে...

হাসি আর গানে, সুখের ছবি আঁকে...

আহা কি যে সুখ

এক দিন...

এক দিন...

এক দিন...

Еще от LRB

Смотреть всеlogo

Тебе Может Понравиться