menu-iconlogo
huatong
huatong
lutfor-hasan-valo-theko-cover-image

Valo Theko

Lutfor Hasanhuatong
nbanks1985huatong
Тексты
Записи
ভালো থেকো সব সুন্দর

আমি যেন তোমার কাছে ফিরতে পারি আগের মতো

ও, ভালো থেকো সব সুন্দর

আমি যেন তোমার কাছে ফিরতে পারি আগের মতো

দুঃখ-কষ্ট, না পাবার যন্ত্রণা

লুকিয়ে রাখব আর কত?

দুঃখ-কষ্ট, না পাবার যন্ত্রণা

লুকিয়ে রাখব আর কত?

ভালো থেকো পাখিডাকা ভোর

ভালো থেকো

ছোটো ছোট রোদে, ছোটো ছোটো পায়ে

আবার ঘুরতে যাবো ছোট্ট শ্যামল গাঁয়ে

পুঁইশাক তুমি লকলকিয়ে থেকো

নয়নতারা হাতছানিতে কাছে ডেকো

ঘাসফুল ছুঁয়ে নেবো একটু আদর

ভালো থেকো সব সুন্দর

দুঃখ-কষ্ট, না পাবার যন্ত্রণা

লুকিয়ে রাখব আর কত?

দুঃখ-কষ্ট, না পাবার যন্ত্রণা

লুকিয়ে রাখব আর কত?

ভালো থেকো পাখিডাকা ভোর

ভালো থেকো

আমি আসছি, দেখা হবে বৃষ্টির দুপুরে

আবার বাজতে চায় মন মেঘের নূপুরে

আমি আসছি, দেখা হবে বৃষ্টির দুপুরে

আবার বাজতে চায় মন মেঘের নূপুরে

আর একটা ডুব দিতে চাই ছোট্ট নদীর বুকে

আর একবার "মা" ডাকতে চাই খুব অসুখে

জলপট্টি তুই কপালটা ছুঁয়ে থাকিস

ও ময়না, তুই আরও একবার "খোকা" বলে ডাকিস

আমি আরও একবার হবো তোর

ভালো থেকো পাখিডাকা ভোর

দুঃখ-কষ্ট, না পাবার যন্ত্রণা

লুকিয়ে রাখব আর কত?

দুঃখ-কষ্ট, না পাবার যন্ত্রণা

লুকিয়ে রাখব আর কত?

ভালো থেকো পাখি ডাকা ভোর

ভালো থেকো

Еще от Lutfor Hasan

Смотреть всеlogo

Тебе Может Понравиться