menu-iconlogo
huatong
huatong
madhubanti-bagchi-koto-koto-mon-cover-image

Koto Koto Mon

Madhubanti Bagchihuatong
suzukirg500huatong
Тексты
Записи
কত কত মন

কত ঘরে কত রাস্তায়

ভালোবাসা পায়, তবু সেই ভালোবাসা হারায়

কে জানে কখন আসে আর কখন পালায়

তবুও সবাই ভালোবাসা খুঁজে বেড়ায়

হাসতে হাসতে মন কাঁদতে শেখায়

ভুলতে ভুলতে হাত খুলতে শেখায়

নতুন বন্ধু খুঁজে পায়

নতুন করে বাঁচা যায়

কত কত মন

কত ঘরে কত রাস্তায়

ভালোবাসা পায়, তবু সেই ভালোবাসা হারায়

ফেলে আসা দিন ভুলে যেতে হবেই তোমায়

খুলে রাখো মন, খুলে রাখো তোমার হৃদয়

হাসতে হাসতে মন কাঁদতে শেখায়

ভুলতে ভুলতে হাত খুলতে শেখায়

নতুন বন্ধু খুঁজে পায়

নতুন করে বাঁচা যায়

দিতে হবে, তাই দিতে হবে কিছুটা সময়

ভালোবাসা ঠিক খুঁজে নেবে ঠিকই তোমায়

ফেলে আসা দিন ভুলে যেতে হবেই তোমায়

খুলে রাখো মন, খুলে রাখো তোমার হৃদয়

Еще от Madhubanti Bagchi

Смотреть всеlogo

Тебе Может Понравиться