menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি আমার এমনি একজন tumi amar emoni ekjon

Mahtim Sakibhuatong
rufukoposace1977huatong
Тексты
Записи
তুমি আমার এমনি একজন....

যারে এক জনমে ভালোবেসে

ভরবে না এ মন..

এক জনমের ভালোবাসা

এক জনমের কাছে আসা

এক জনমের ভালোবাসা

এক জনমের কাছে আসা

একটু চোখের পলক পড়তে

লাগে যতক্ষণ

তুমি আমার এমনি একজন.....

যারে এক জনমে ভালোবেসে

ভরবে না এ মন...

ভালোবাসার সাগর তুমিইইইইই......

ভালোবাসার সাগর তুমি

বুকে অথৈ জল

তবু পিপাসাতে আঁখিইইইইই......

তবু পিপাসাতে আঁখি

হয়যে ছলছল..

হয়যে ছলছল..

আমার মিলনে বুঝি গো জীবন

বিরহে মরণ

বিরহে মরণ

তুমি আমার এমনি একজন.....

যারে এক জনমে ভালোবেসে

ভরবে না এ মন

প্রাণের প্রদীপ হয়ে তুমিইইইইইই.....

প্রাণের প্রদীপ হয়ে তুমি

জ্বলছ নিশিদিন

কোন মোহরে শোধ হবে গোওওওওওও.....

কোন মোহরে শোধ হবে গো

এত বড় ঋণ

এত বড় ঋণ

আমার ভালোবাসার ফুলে তোমার

ভরাবো চরণ..

ভরাবো চরণ..

তুমি আমার এমনি একজন....

যারে এক জনমে ভালোবেসে

ভরবে না এ মন..

তুমি আমার এমনি একজন....

যারে এক জনমে ভালোবেসে

ভরবে না এ মন..

Еще от Mahtim Sakib

Смотреть всеlogo

Тебе Может Понравиться