menu-iconlogo
huatong
huatong
avatar

কিবা যাদু মন্ত্র বইলা-(ইশরাত জাহান জুঁই)

Mamunhuatong
༗Ɱainꪊl💙丹kร༗࿐huatong
Тексты
Записи
গানঃকি মায়া লাগাইলা বন্দে

গীতিকারঃসৈয়দ দুলাল

শিল্পীঃ জুঁই

আপলোড করছেন

মামুন(BANGLA FOLK SINGER'S)

CHOICE BY# BEGUM

MUSIC

কিবা যাদু মন্ত্র বইলা

পাগল বানাইলা-

কিবা যাদু মন্ত্র বইলা

পাগল বানাইলা-

কি মায়া লাগাইলারে বন্ধে

কি মা...য়া লাগাইলা

কি মায়া লাগাইলারে বন্ধে

কি মা...য়া লাগাইলা..।।

MUSIC

তারা নিয়ে চন্দ্র খেলে

দূরের আসমানে

ফুল নিয়ে খেলে ভ্রমর

ফুলেরি বাগানে

তোমায় নিয়ে প্রাণে প্রাণে

খেলতে মনে চায়

কি মায়া লাগাইলারে বন্ধে

কি মা...য়া লাগাইলা

কি মায়া লাগাইলারে বন্ধে

কি মা...য়া লাগাইলা

MUSIC

বৃষ্টি নিয়ে বর্ষা খেলা

আষাঢ় শ্রাবণ মাসে

রৌদ্র নিয়ে সকাল খেলে

শিশির ভেজা ঘাসে

তোমায় নিয়ে চাই যে পাশে

দুলিতে দোলনায়

কি মায়া লাগাইলারে বন্ধে

কি মা...য়া লাগাইলা

কি মায়া লাগাইলারে বন্ধে

কি মা...য়া লাগাইলা

MUSIC

ঢেউ রে নিয়া সাগর খেলে

হইয়া উম্মাতাল

নৌকা নিয়া মাঝি খেলে

উড়ায় রঙ্গের পাল

তোমায় নিয়া সৈয়দ দুলাল

পিরিতের গান গায়

কি মায়া লাগাইলারে বন্ধে

কি মা...য়া লাগাইলা

কি মায়া লাগাইলারে বন্ধে

কি মা...য়া লাগাইলা

কিবা যাদু মন্ত্র বইলা

পাগল বানাইলা-

কিবা যাদু মন্ত্র বইলা

পাগল বানাইলা-

কি মায়া লাগাইলারে বন্ধে

কি মা...য়া লাগাইলা

কি মায়া লাগাইলারে বন্ধে

কি মা...য়া লাগাইলা..।।

Еще от Mamun

Смотреть всеlogo

Тебе Может Понравиться