menu-iconlogo
huatong
huatong
manna-dey-dukkho-amar-tomay-ami-je-cover-image

Dukkho Amar tomay Ami Je

Manna Deyhuatong
꧁🅜🅡🅘🅝🅐🅛꧂🌊L🧿M🎸huatong
Тексты
Записи
দুঃখ আমার তোমায় আমি যে ভালোবেসেছি

মান্না দে

দুঃখ আমার... তোমায় আমি যে ভালোবেসেছি..

স্বপ্ন তুমি...

সত্যি আমি..

এক হতে চেয়েছি...

দুঃখ আমার, তোমায় আমি যে ভালোবেসেছি..

অতল,সাগর..

মনযে তোমার..

ময়ূর পঙ্খী,

ভাসিয়ে নেবার..

অতল,সাগর..

মনযে তোমার..

ময়ূর পঙ্খী,

ভাসিয়ে নেবার,

সেই সাগরে পাতার খেয়া..আমি ভেসেছি..

স্বপ্ন তুমি,

সত্যি আমি..

এক হতে চেয়েছি..

দুঃখ আমার, তোমায় আমি যে ভালোবেসেছি..

Created by Mrinal kanti Paul(8013405541)Whap

আকাশ তুমি~ রামধনুতে আঁকা..

সেই আকাশে... চন্দনা গো~মেলছি আমি পাখা~~

তোমার রঙ্গীন, কুঞ্জ মেলায়,

এলাম আমি~

রং দিতে হায়~

তোমার রঙ্গীন

কুঞ্জ মেলায়,

এলাম আমি..

রং দিতে হায়,

ঝরা ফুলের, হাসিকি তাই..

আমি হেসেছি..?

স্বপ্ন তুমি,

সত্যি আমি..

এক হতে চেয়েছি..

দুঃখ আমার, তোমায় আমি যে ভালোবেসেছি....

Thanks for choosing my Track..

Еще от Manna Dey

Смотреть всеlogo

Тебе Может Понравиться