menu-iconlogo
huatong
huatong
avatar

ঐ দুর দিগন্তে

md rofihuatong
mnm_davidhuatong
Тексты
Записи
ওই দূর দিগন্ত পাড়ে,

ওই দূর দিগন্ত পাড়ে,

যেথা আকাশ মাটিতে কানাকানি!

তোমার আমার শুধু তেমনি করেই জানাজানি;

ওই দূর দিগন্ত পাড়ে।

farhan farhan16

আকাশ অনেক রঙে রাঙানো,

মাটিতে ফুলের মেলা সাজানো

আকাশ অনেক রঙে রাঙানো,

মাটিতে ফুলের মেলা সাজানো

তাই’তো এমন করে রূপে আর

রসে আজ ধরে আছে ভুবন’খানি!

তোমার আমার শুধু তেমনি করেই জানাজানি;

ওই দূর দিগন্ত পাড়ে।

farhan farhan16

অনেক কথার মাঝে হ​য়নি বলা,

একটি কথা তুমিও জানো আর আমিও জানি

কেন এ নিরবতা? কেন এ নিরবতা?

জীবন কুঁড়িটি সুরে ভড়ানো,

আলোতে ছায়ায় মায়া জ​ড়ানো।

জীবন কুঁড়িটি সুরে ভড়ানো,

আলোতে ছায়ায় মায়া জ​ড়ানো।

তেমনি করেই তুমি আমার হ​য়েছ

বলে তারেই ভাগ্য বলে মানি

তোমার আমার শুধু তেমনি করেই জানাজানি;

ওই দূর দিগন্ত পাড়ে।

যেথা আকাশ মাটিতে কানাকানি!

তোমার আমার শুধু তেমনি করেই জানাজানি;

ওই দূর দিগন্ত পাড়ে।

ওই দূর দিগন্ত পাড়ে।

ওই দূর দিগন্ত পাড়ে।

farhan farhan16

Еще от md rofi

Смотреть всеlogo

Тебе Может Понравиться