menu-iconlogo
huatong
huatong
mekhla-dasgupta-mon-kyamoner-jonmodin-cover-image

Mon Kyamoner Jonmodin

Mekhla Dasguptahuatong
starre_starhuatong
Тексты
Записи
কেন রোদের মতো হাসলে না।

আমায় ভালোবাসলে না।

আমার কাছে দিন ফুরালেও আসলে না।

দিন কদিনের জন্মদিন।

চুপ করে থাকা কঠিন।

তোমার কাছে খরস্রোতাও গতিহীন ।

নতুন সকাল হলো ।

কপাল ছুঁলো তোমারি ।

দূরে গেলেও এটাই, সত্যি তুমি আমারি ।

শুধু আমারই ।

রোদের মতো হাসলে না ।

আমায় ভালোবাসলে না।

আমার কাছে দিন ফুরালও আসলে না ।

জলে ভেজা, চোখ বোজা।

ঘুম খোঁজার ভোর।

নিশানা তীর স্মৃতির ভীড়।

এলোমেলো ঘর দোর।।

জলে ভেজা চোখ বোজা।

ঘুম খোঁজার ভোর।

নিশানা তীর স্মৃতির ভীড়।

এলোমেলো ঘর দোর।

মেঘ আসে এলো কিশে ।

ছুঁয়ে দিলেই সব চুপ ।

সে মেঘ বালিকার গল্প হোক ।

শহর জুড়ে বৃষ্টি হোক ।

রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাকনাম ।

পাতা ভরা সব দু টুকরোরা।

কাল বৈশাখীর মত মুখচোরা।

সব ভিজে যাক।

শুধু বেঁচে থাক অভিমান ।

Еще от Mekhla Dasgupta

Смотреть всеlogo

Тебе Может Понравиться