menu-iconlogo
huatong
huatong
avatar

Teer Hara Ei Dheuer Shagor

Mileshuatong
winthropohuatong
Тексты
Записи
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবোরে

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবোরে

আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি

শক্ত করে রে.....

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবোরে

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবোরে

জীবন কাটে যুদ্ধ করে

প্রাণের মায়া সাঙ্গ করে

জীবনের স্বাদ নাহি পাই

ও ও ও ও ও ও ও ও ও ও ও ও

জীবন কাটে যুদ্ধ করে

প্রাণের মায়া সাঙ্গ করে

জীবনের স্বাদ নাহি পাই

ঘর বাড়ির ঠিকানা নাই

দিন রাত্রি জানা নাই

চলার সীমানা সঠিক নাই

জানি শুধু চলতে হবে

এ তরী বাইতে হবে

আমি যে সাগর মাঝি রে

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবোরে

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবোরে

জীবনের রঙে মনকে টানে না

ফুলের ঐ গন্ধ কেমন জানি না

জানি না...

জোছনার দৃশ্য চোখে পড়ে না

না না না না না না

তারাও তো ভুলে কভু ডাকে না

জীবনের রঙে মনকে টানে না

বৈশাখের ওই রুদ্র ঝড়ে

আকাশ যখন ভেঙে পড়ে

ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়

ও ও ও ও ও ও ও ও ও ও ও ও

বৈশাখের ওই রুদ্র ঝড়ে

আকাশ যখন ভেঙে পড়ে

ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়

হাতছানি দেয় বিদ্যুত আমায়

হঠাৎ কে যে শঙ্খ শোনায়

দেখি ঐ ভোরের পাখি গায়

তবু তরী বাইতে হবে

খেয়া পারে নিতে হবে

যতই ঝড় উঠুক সাগরে

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবোরে

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবোরে

আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি

শক্ত করে রে.....

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবোরে

তীরহারা এই ঢেউয়ের সাগর

পাড়ি দিবোরে(ও ও ও ও ও ও)

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবোরে

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবোরে

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবোরে

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবোরে

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবোরে

Еще от Miles

Смотреть всеlogo

Тебе Может Понравиться