menu-iconlogo
huatong
huatong
avatar

Jhoom (Short)

Minar Rahmanhuatong
smurfg2220005huatong
Тексты
Записи
ঝুম, রেরে রারে রারি রেরে ঝুম,

রেরে রারে রারি রেরে ঝুম,

রেরে রারে রারি রেরে....রে....রে

ঝুম, রেরে রারে রারি রেরে ঝুম,

রেরে রারে রারি রেরে ঝুম,

রেরে রারে রারি রেরে

তুমি আমায় ডেকেছিলে এক মেঘে ঢাকা দিনে।

কেন আমি দেইনি সাড়া

আমার চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু।

বুঝিনি কেন সেই ইশারা

এখন আমি অন্য আমি হয়ে

ছুটে চলি তোমারই শহরে

হারিয়ে চোখের যত ঘুম

ঝুম, উড়ে উড়ে দূরে দূরে ঝুম

মেঘে মেঘে ডানা মেলে ঝুম,

ঘুরে ঘুরে তারে ডাকি

ঝুম, উড়ে উড়ে খুঁড়ে খুঁড়ে ঝুম

মেঘে মেঘে ডানা মেলে ঝুম

ঘুরে ঘুরে তারেই খুঁজি

Еще от Minar Rahman

Смотреть всеlogo

Тебе Может Понравиться

Jhoom (Short) от Minar Rahman - Тексты & Каверы