menu-iconlogo
logo

জীবন নামের রেল গাড়িটা Jibon namer rel gari

logo
Тексты
জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইস্টিশন

জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইস্টিশন

কোন লাইনে গেলে পাবে..এএএ

কোন লাইনে গেলে পাবে

বলবে তারে কে এখন

ও জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইস্টিশন

জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইস্টিশন

কোথা থেকে ছেড়ে এলো

যেতে হবে কতদূর

কোনখানে তার শেষ ঠিকানা

কোনখানে তার অচিনপুর

ও কোথা থেকে ছেড়ে এলো

যেতে হবে কতদূর

কোনখানে তার শেষ ঠিকানা

কোনখানে তার অচিনপুর

কবে হবে লাইন কিলিয়ার....

কবে হবে লাইন কিলিয়ার

ডাকবে তবে মহাজন

ও জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইস্টিশন

জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইস্টিশন

প্রেম আগুনে চলে গাড়ি

চলে চলে ফুরায় দম

সিগনালে তার থামতে হলে

থাকবে হাতে সময় কম

ও প্রেম আগুনে চলে গাড়ি

চলে চলে ফুরায় দম

সিগনালে তার থামতে হলে

থাকবে হাতে সময় কম

কোথায় আছে দমের মালিক...

কোথায় আছে দমের মালিক

বল আমারে বল না মন

ও জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইস্টিশন

জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইস্টিশন

কোন লাইনে গেলে পাবে...

কোন লাইনে গেলে পাবে

বলবে তারে কে এখন

ও জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইস্টিশন

জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইস্টিশন

জীবন নামের রেল গাড়িটা Jibon namer rel gari от Mitali Mukherjee - Тексты & Каверы