menu-iconlogo
huatong
huatong
avatar

Rajkanya By Iman Sen Calcutta Blues

Mohasin Rezahuatong
Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ_σғιcιαℓhuatong
Тексты
Записи
Title: Rajkanya

Singer: Iman Sen

Calcutta Blues | Bangla Band

Upload: Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ

@Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ_σғιcιαℓ

কোথা থেকে এলে বলনা?

তুমি তো ছিলে মনের কল্পনা।

সত্যি নাকি? সব জল্পনা?

নাকি বৃষ্টি রাতের তুমি আল্পনা?

সবকিছু থমকে যায় নুপুরের ঐ ইশারায়।

এক ছুটে মন আমার, তোমার মনে হরিয়ে যায়।

ভেজা তুলি পরশনে খোলা চুলে সব ভূলে

আজো তুমি আনমনে আমার হৃদয় কেন ছুলে?

তুমি কী আমার রাজকন্যা?

নাকি বৃষ্টি রাতের তুমি আল্পনা?

তুমি কী আমার রাজকন্যা?

নাকি বৃষ্টি রাতের তুমি আল্পনা?

@Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ_σғιcιαℓ

আমি দেখেছি তোমাকে চলে যেতে

বৃষ্টির মাঝে ভাসিয়ে ফেলে

কারন তুমি আমার রাজকন্যা

বৃষ্টি রাতের আল্পনা

সাদা চুলদারে চুড়ি পরে

অপরূপ সুন্দরী তুমি

ঠোঁটে বাঁকা হাসি ভালবাসি

কাছে এসো তুমি

সাদা চুলদারে চুড়ি পরে

অপরূপ সুন্দরী তুমি

ঠোঁটে বাঁকা হাসি ভালবাসি

কাছে এসো তুমি

আজো তুমি,

আজো তুমি

একিভাবে মনে কর আমি অপরাধী

বিশ্বাস কর আমি নিজের থেকেও

তোমাকে বেশি ভালোবাসি।

আজো তুমি

একিভাবে মনে কর আমি অপরাধী

বিশ্বাস কর আমি নিজের থেকেও

তোমাকে বেশি ভালোবাসি।

তুমি কী আমার রাজকন্যা?

নাকি? বৃষ্টি রাতের তুমি আল্পনা?

তুমি কী আমার রাজকন্যা?

নাকি? বৃষ্টি রাতের তুমি আল্পনা?

Еще от Mohasin Reza

Смотреть всеlogo

Тебе Может Понравиться