menu-iconlogo
huatong
huatong
moheener-ghoraguli-prithibita-naki-choto-hote-hote-cover-image

Prithibita Naki Choto Hote Hote

Moheener Ghoragulihuatong
romorichardhuatong
Тексты
Записи
পৃথিবীটা নাকি ছোট হতে হতে

স্যাটেলাইট আর কেবলের হাতে...

ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী

আ হা হা হা হা, আ.. হা,

আ হা হা হা হা, আ.. হা,

আ হা হা হা.....

ঘরে বসে সারা দুনিয়ার সাথে

যোগাযোগ আজ হাতের মুঠোতে...

ঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডি

আ হা হা হা হা, আ হা,

আ হা হা হা হা, আ হা

আ হা হা হা হা...

ভেবে দেখেছো কী?

তারারাও যত আলোকবর্ষ দূরে...তারো দূরে

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে...

ভেবে দেখেছো কী?

তারারাও যত আলোকবর্ষ দূরে...তারো দূরে

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে.

সারি সারি মুখ আসে আর যায়

নেশাতুর চোখ টিভি পর্দায়...

পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি

আ হা হা হা হা, আ.. হা,

আ হা হা হা হা, আ.. হা

আ হা হা হা...

পাশাপাশি বসে একসাথে দেখা

একসাথে নয় আসলে যে একা...

তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি

আ হা হা হা হা, আ হা,

আ হা হা হা হা, আ হা

আ হা হা হা হা...

ভেবে দেখেছো কী?

তারারাও যত আলোকবর্ষ দূরে...তারো দূরে

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে...

ভেবে দেখেছো কী?

তারারাও যত আলোকবর্ষ দূরে...তারো দূরে

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে...

স্বপ্ন বেচার চোরাকারবার

জায়গাতো তো নেই তোমার আমার...

চোখ ধাঁধানোর এই খেলা শুধু বঙ্গী

আ হা হা হা হা, আ হা,

আ হা হা হা হা, আ হা

আ হা হা হা হা...

ভেবে দেখেছো কী

তারারাও যত আলোকবর্ষ দূরে...তারো দূরে

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে...

ভেবে দেখেছো কী?

তারারাও যত আলোকবর্ষ দূরে...তারো দূরে

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে...

ভেবে দেখেছো কী?

তারারাও যত আলোকবর্ষ দূরে...তারো দূরে

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে...

ভেবে দেখেছো কী?

তারারাও যত আলোকবর্ষ দূরে...তারো দূরে

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে...

Еще от Moheener Ghoraguli

Смотреть всеlogo

Тебе Может Понравиться