menu-iconlogo
huatong
huatong
avatar

Pasher Barir Oi Meyeti

Mohonhuatong
★𝙈𝙊𝙃𝙊𝙉★—͟͟͞͞𖣘𝘽𝙊𝙎𝙎࿐huatong
Тексты
Записи
পাশের বাড়ীর ওই মেয়েটি বলল সেদিন এই

তুমি ছাড়া এই জীবনে আরতো কিছু নেই

শুধু মালা গেঁথে সময় চলে যায়

তারে পরাতে পারিনা কিছুতেই

পাশের বাড়ীর ওই মেয়েটি বলল সেদিন এই

তুমি ছাড়া এই জীবনে আরতো কিছু নেই

শুধু মালা গেঁথে সময় চলে যায়

তারে পরাতে পারিনা কিছুতেই

মনের যত গোপন কথা লিখেছি তারে

সব জেনে তবুও সে কিছু বুঝেনারে

তার কথাতে বন্ধু ভেবে লিখে দিলাম নাম

লাল খামে ভালোবাসার তাবিজ পাঠালাম

নতুন করে মনের কথা কেমনে তারে কই

কি কথাতে বুঝাই তারে আমার প্রথম সেই

পাশের বাড়ীর ওই মেয়েটি বলল সেদিন এই

তুমি ছাড়া এই জীবনে আরতো কিছু নেই

শুধু মালা গেঁথে সময় চলে যায়

তারে পরাতে পারিনা কিছুতেই

সঙ্গী বলো সাথী বলো সেইযে আমার সই

তারে ছাড়া একলা ঘরে কেমন করে রই

চোখের আড়াল হয় যদি সে কাঁপে আমার বুক

চিরদিনের সঙ্গী সাথী সেইযে আমার সুখ

নতুন করে মনের কথা কেমনে তারে কই

কি কথাতে বুঝাই তারে আমার প্রথম সেই

পাশের বাড়ীর ওই মেয়েটি বলল সেদিন এই

তুমি ছাড়া এই জীবনে আরতো কিছু নেই

শুধু মালা গেঁথে সময় চলে যায়

তারে পরাতে পারিনা কিছুতেই

পাশের বাড়ীর ওই মেয়েটি বলল সেদিন এই

তুমি ছাড়া এই জীবনে আরতো কিছু নেই

শুধু মালা গেঁথে সময় চলে যায়

তারে পরাতে পারিনা কিছুতেই

শুধু মালা গেথে সময় চলে যায়

তারে পরাতে পারিনা কিছুতেই

শুধু মালা গেঁথে সময় চলে যায়

তারে পরাতে পারিনা কিছুতেই

Еще от Mohon

Смотреть всеlogo

Тебе Может Понравиться