menu-iconlogo
huatong
huatong
avatar

Bodhu Beshe Konna Jokhon - Original Motion Picture Soundtrack

Momtaz Begum/Rathindranath Royhuatong
shag_74huatong
Тексты
Записи
খোদার আরস হতে এলো পয়গাম

দিতে হবে জোড়া বেঁধে আজ দুটি নাম

বধু বেশে কন্যা যখন এলো রে

যেন খুশির বন্যা বয়ে গেলো রে

বধু বেশে কন্যা যখন এলো রে

যেন খুশির বন্যা বয়ে গেলো রে

সম্পর্ক বদলে গেলো একটি পলকে

কে আপন কে যে পর হলো রে

বধু বেশে কন্যা যখন এলো রে

যেন খুশির বন্যা বয়ে গেলো রে

ও, বধু বেশে কন্যা যখন এলো রে

যেন খুশির বন্যা বয়ে গেলো রে

বন্ধু স্বজন সাক্ষী রয় একটি কবুল বলতে হয়

হায় আল্লাহ মিলায় যেন দুটি মন

হায় আল্লাহ মিলায় যেন দুটি মন

স্বপ্ন দেখে কনে বর একটি সংসার একটি ঘর

হয়ে যায় রে দুটি হৃদয়ের বন্ধন

হয়ে যায় রে দুটি হৃদয়ের বন্ধন

হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন

হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন

সম্পর্ক বদলে গেলো একটি পলকে

কে আপন কে যে পর হলো রে

বধু বেশে কন্যা যখন এলো রে

যেন খুশির বন্যা বয়ে গেলো রে

ও, বধু বেশে কন্যা যখন এলো রে

যেন খুশির বন্যা বয়ে গেলো রে

ছোট্ট তোমার মামনি বধূ সেজে এখনই

আজ দেখো পরের ঘরে চলে যায়

আজ দেখো পরের ঘরে চলে যায়

ভুলবে তাকে কি করে অশ্রুতে চোখ যায় ভরে

নিয়তির খেলা বোঝা বড় দায়

নিয়তির খেলা বোঝা বড় দায়

হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন

হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন

সম্পর্ক বদলে গেলো একটি পলকে

কে আপন কে যে পর হলো রে

বধু বেশে কন্যা যখন এলো রে

যেন খুশির বন্যা বয়ে গেলো রে

বধু বেশে কন্যা যখন এলো রে

যেন খুশির বন্যা বয়ে গেলো রে

হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন

হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন

(বধু বেশে কন্যা যখন এলো রে)

(যেন খুশির বন্যা বয়ে গেলো রে)

(বধু বেশে কন্যা যখন এলো রে)

(যেন খুশির বন্যা বয়ে গেলো রে)

Еще от Momtaz Begum/Rathindranath Roy

Смотреть всеlogo

Тебе Может Понравиться