menu-iconlogo
huatong
huatong
avatar

Age Jodi Jantam Re Bondhu

Momtaz Begumhuatong
nottinghamdhuatong
Тексты
Записи

আগে যদি জানতাম রে বন্ধু

তুমি হইবা পর

ছাড়িতাম কি বাড়ি আমার

ছাড়িতাম না ঘর

উজানে ভাসাইলাম নাও

ভাটি কোথাও নাই

আমি আমার ছিলাম নাকি

তুমি কোথাও না

উজানে ভাসাইলাম নাও

ভাটি কোথাও নাই

আমি আমার ছিলাম নাকি

পিড়িতে সাজায়েছি.. রঙ

বাসরে বাঁশি

সুরে সুরে সুরো মালা

ভিতরে ফাঁকি

আগে যদি জানতাম রে বন্ধু

তুমি হইবা পর

ছাড়িতাম কি বাড়ি আমার

ছাড়িতাম না ঘর

সমাপ্ত

Еще от Momtaz Begum

Смотреть всеlogo

Тебе Может Понравиться