menu-iconlogo
huatong
huatong
monali-thakurshaan-sonali-rodudure-cover-image

Sonali Rodudure

Monali Thakur/Shaanhuatong
rogerbeaudettehuatong
Тексты
Записи
মরম মুখে দিদে,মরম মুখে দিদে

মরম মুখে দিদে,মরম মুখে দিদে

মরম মুখে দিদে,মরম মুখে দিদে

মরম মুখে দিদে,মরম মুখে দিদে

সোনালী রোদ দুঁরে

সোবুজে প্রান্তরে

সোনালী রোদ দুঁরে,সোবুজে প্রান্তরে

এসোনা সোনা রোদ মেখে

দূরের ঐ আকাসে আলবেলা বাতাসে

যায় আজ নামটি লিখে

দুজনে দুজনে দুজনে দুজনে

মরম মুখে দিদে,মরম মুখে দিদে

মরম মুখে দিদে,মরম মুখে দিদে

আজ স্বপঘেরা ভালবাসা বলছে আমায়

ও হো হো

মন তোমায় পেয়ে দিশা হারা খুশির দোলায়

হু হু

আজ স্বপঘেরা ভালবাসা বলছে আমায়

ও হো হো

মন তোমায় পেয়ে দিশা হারা খুশির দোলায়

হে মেঘের মত হেসে চল নিরুদ্দেশ্যে

যায় আজ নামটি লিখে

দুজনে দুজনে

দুজনে দুজনে

প্রেম আজ উতলা বাধন হারা নদীর মত

হে হে হে

চাই পথ হারাতে তোমার সাথে ইচ্ছে মত

প্রেম আজ উতলা বাধন হারা নদীর মত

চাই পথ হারাতে তোমার সাথে ইচ্ছে মত

হে চেনা পথের শেষে আচেনা এই দেশে

চাই আজ নামটি লিখে

হো সোনালী রোদ দুঁরে,সোবুজে প্রান্তরে

এসোনা সোনা রোদ মেখে

দূরের ঐ আকাসে আলবেলা বাতাসে

যায় আজ নামটি লিখে

দুজনে দুজনে দুজনে দুজনে

Еще от Monali Thakur/Shaan

Смотреть всеlogo

Тебе Может Понравиться