menu-iconlogo
huatong
huatong
avatar

Monta sobai dite pare

Monir Khan/Sabina Yeasminhuatong
❥︎𝄟≛⃝🍃𝑴𝑶𝑶𝑵♥𝑴𝑴𝑩❥𝄟≛⃝🍃huatong
Тексты
Записи
মনটা সবাই দিতে পারে...

ও..মনটা সবাই দিতে পারে

আমি তোমায় প্রাণটা দিতে চাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

মনটা সবাই দিতে পারে...

ও..মনটা সবাই দিতে পারে

আমি তোমায় প্রাণটা দিতে চাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও ভালোবাসার চেয়ে বড়, কিছু আছে কিনা

জানিনা জানিনা আমি তা জানিনা

ভালোবাসার চেয়ে বড়, কিছু আছে কিনা

জানিনা জানিনা আমি তা জানিনা

তোমাকেই শুধু জানি, তোমাকে আপন মানি

বেঁচে আছি তুমি আছো তাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও আবারও এই পৃথিবীতে, যদি ফিরে আসি

তখনও তোমাকেই জেনো ভালোবাসি

আবারও এই পৃথিবীতে, যদি ফিরে আসি

তখনও তোমাকেই জেনো ভালোবাসি

শত দুঃখে শত সুখে, তুমি শুধু থেকো বুকে

মরনেও জেনো সাথে পাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

নটা সবাই দিতে পারে...

ও..মনটা সবাই দিতে পারে

আমি তোমায় প্রাণটা দিতে চাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

Еще от Monir Khan/Sabina Yeasmin

Смотреть всеlogo

Тебе Может Понравиться