গানঃ দোজখের আগুন
কন্ঠশিল্পীঃ মনির খান
দোজখের আগুন জলে এই বুকে
এ যে কি ভীষণ যন্ত্রনা
ঘুম নেই চোখে রাত জেগে থাকা
সে যে কি ভীষণ যন্ত্রনা
কাউকে বলাতো যায়না
একবার দেইখাও গেলানা
অঞ্জনা রে ...অঞ্জনা
অঞ্জনা রে ...অঞ্জনা
দোজখের আগুন জলে এই বুকে
এ যে কি ভীষণ যন্ত্রনা
ঘুম নেই চোখে রাত জেগে থাকা
সে যে কি ভীষণ যন্ত্রনা
কাউকে বলাতো যায়না
একবার দেইখাও গেলানা
অঞ্জনা রে ...অঞ্জনা
অঞ্জনা রে ...অঞ্জনা
গানঃ দোজখের আগুন
কন্ঠশিল্পীঃ মনির খান
এমন আগুন জ্বলে জ্বলুক
চিরদিন এই বুকে
তবু এই কামনাই করে যাবো
থাকিস যেনো সুখে
এমন আগুন জ্বলে জ্বলুক
চিরদিন এই বুকে
তবু এই কামনাই করে যাবো
থাকিস যেনো সুখে
আমার মতো না পাস যেনো এমন লাঞ্ছনা
হায়রে আমার মতো না পাস যেনো এমন লাঞ্ছনা
অঞ্জনা রে .এ..অঞ্জনা
অঞ্জনা রে .এ.অঞ্জনা
গানঃ দোজখের আগুন
কন্ঠশিল্পীঃ মনির খান
এমন কপাল সঙ্গে নিয়া আইছি দুনিয়ায়
আমার সুখ পালাইয়া গেলো চোখের
অশ্রুর ও বন্যায়
এমন কপাল সঙ্গে নিয়া আইছি দুনিয়ায়
আমার সুখ পালাইয়া গেলো চোখের
অশ্রুর ও বন্যায়
জনম ভইরা দিলি প্রেমের নীরব যন্ত্রনা
হায়রে জনম ভইরা দিলি প্রেমের নীরবযন্ত্রনা
অঞ্জনা রে ...অঞ্জনা
অঞ্জনা রে ...অঞ্জনা
দোজখের আগুন জলে এই বুকে
এ যে কি ভীষণ যন্ত্রনা
ঘুম নেই চোখে রাত জেগে থাকা
সে যে কি ভীষণ যন্ত্রনা
কাউকে বলাতো যায়না
একবার দেইখাও গেলানা
অঞ্জনা রে ...অঞ্জনা
অঞ্জনা রে ...অঞ্জনা
ধন্যবাদ সবাইকে