menu-iconlogo
logo

Bulbuli

logo
avatar
Nanditalogo
🍁Dʜᴜsᴏʀ_Aʟᴏ🍁_REDlogo
Пой в Приложении
Тексты
বাগিচায় বুলবুলি তুই

ফুল শাখাতে দিসনে আজই দোল।

আজো তা'র

ফুল কলিদের ঘুম টুটেনি,

তন্দ্রাতে বিলোল।

বাগিচায় বুলবুলি তুই

ফুল শাখাতে দিসনে আজই দোল।

আজো তা'র

ফুল কলিদের ঘুম টুটেনি,

তন্দ্রাতে বিলোল।

আজো হায়,,

রিক্ত শাখায়,,

উত্তরী বায়,,

ঝুরছে নিশিদিন,

1:58-আ,,,,,,,আ,,,,,,,,,,

2:04-আ,,,,,,,,,আ,,,,,,,,

আজো হায়

রিক্ত শাখায়

উত্তরী বায়

ঝুরছে নিশিদিন,

আসেনি,

দখিন হাওয়া গজল গাওয়া,

মৌমাছি বিভোল।

আসেনি,

দখিন হাওয়া গজল গাওয়া,

মৌমাছি বিভোল।

বাগিচায় বুলবুলি তুই

ফুল শাখাতে দিসনে আজই দোল।

কবে সে ফুল কুমারী

ঘোমটা চিরি' আসবে বাহিরে,?

কবে সে ফুল কুমারী

ঘোমটা চিরি' আসবে বাহিরে,?

শিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে,রে ঘুম

রাঙবে, রে কপোল।

শিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে রে ঘুম

রাঙবে, রে কপোল।

বাগিচায় বুলবুলি তুই,,

ফুল শাখাতে দিসনে আজই দোল।

(Fml)-দোল দোল দোল দিয়েছি,

ঘুম ভেঙেছে কই?

ফাগুন এসে ডাক দিয়ে যায়

ওঠ লো এবার সই।

দোল দোল দোল দিয়েছি,

ঘুম ভেঙেছে কই?

ফাগুন এসে ডাক দিয়ে যায়,

ওঠ লো এবার সই।

ভাঙাবোই ঘুম তোর,

আশাতে নেশাতে না জেগে জেগে রই,

দখিনা,,,, এলো ওই,

ওলি'রা, পাখি'রা তোমারই প্রেমেতে রই।

ওঠ ওঠ ওঠ লো রে সই

ফাগুন এলো ঐ,

দখিন হাওয়া ডাক দিয়ে যায়,

মনের মানুষ কই?!

ওঠ ওঠ ওঠ লো রে সই

ফাগুন এলো ঐ,

দখিন হাওয়া ডাক দিয়ে যায়,

মনের মানুষ কই?!

(M)-5:00-আ,,,,,,,,,,,,আ,,,,,,,

5:04-আ,,,,,,,,আ,,,,,,,

(F)5:08-রু,,,,,রুু,,,,,রু,,,,,,,,,,,

5:15-ও,,,ও,,,ও,,ও,,,,ও,,,,,,

?সমাপ্ত?

Bulbuli от Nandita - Тексты & Каверы