SONG: Obocheton
Band: Nemesis
"FOLLOW ON" Ishtiaque
বিনিদ্র প্রহর
আমি হতাশায়
যাচ্ছি একা
কোন অজানায়
পেছনে ফেলে সব স্মৃতিগুলো
আমি অজানায়
"FOLLOW ON" Ishtiaque
ভাবনাগুলো আজ মায়াময়
কল্পনাতেই যেন থমকে রয়
চেতনা মোর বিষণ্ণতায়
একাকী যেন কষ্ট পায়
আঁধারে যেন অশরীরি
হাত বাড়িয়ে ডাকে আমায়
ছুটেছি আজ আমি অজানায়
কল্পনাটা যেন থমকে রয়
ছুটেছি...
কল্পনা আর বাস্তবতা
মিলে মিশে একাকার
অনুভূতি প্রতিনিয়ত
নতুন কোন আবিষ্কার
সময় যেন বিষণ্ণতায়
অস্থির আজ তার গতি
সুখ দুঃখ একই সাথে
মিশ্র এক অনুভূতি
তবুও আঁধার
রাখে ঘিরে এই আমায়
ছুটেছি আমি পথের শেষ কোথায়
চারিদিক শব্দহীন
অনন্ত অসীম
উজ্জ্বল আধারের মাঝে
কায়াহীন
"FOLLOW ON" Ishtiaque
কল্পনা আর বাস্তবতা
মিলে মিশে একাকার
অনুভুতি প্রতিনিয়ত
নতুন কোন আবিষ্কার
সময় যেন বিষণ্ণতায়
অস্থির আজ তার গতি
সুখ দুঃখ একই সাথে
মিশ্র এক অনুভূতি
"FOLLOW ON" Ishtiaque