menu-iconlogo
huatong
huatong
avatar

Beshi Kichu Asha Kora Vul

Nishitahuatong
🔸𝄟≛⃝𝑨𝑽𝑰𝑴𝑼𝑵𝑶𝑶🦋⃟❤࿐huatong
Тексты
Записи
বেশি কিছু আশা করা ভুল

বুঝলাম আমি এতদিনে

মুক্তি মেলে না সহজে

জড়ালে হৃদয় কোনো ঋণে

এই জগতে এমনও লোক থাকে

স্বপ্ন দেখতে নেই যাদের

দুঃখের মূল্যতে গেয়ে

কঠিন সত্যি নেই কিনে

বেশি কিছু আশা করা ভুল

বুঝলাম আমি এতদিনে

মুক্তি মেলে না সহজে

জড়ালে হৃদয় কোনো ঋণে

আমি সেই সে দলের একজনা

বুকে যার শুধু বঞ্চনা

যে বর্ষার মেঘ পেরিয়ে

আসে না আলোরা আশ্বিনে

Еще от Nishita

Смотреть всеlogo

Тебе Может Понравиться