menu-iconlogo
huatong
huatong
avatar

Mone Pore

Obscurehuatong
nastygirl96001huatong
Тексты
Записи
মনে পড়ে এক জোছনা রাতে

হাত রেখে শুধু তোমারি হাতে

গেঁথেছি কত না স্বপ্নগাঁথা

চোখে ছিল দুজনার কত যে কথা

মনে পড়ে এক জোছনা রাতে

হাত রেখে শুধু তোমারি হাতে

গেঁথেছি কত না স্বপ্নগাঁথা

চোখে ছিল দুজনার কত যে কথা

ফেলে আশা কিছু স্মৃতি পিছু ডেকে যায়

কানে কানে কিছু কথা বলে দিয়ে যায়

ফেলে আশা কিছু স্মৃতি পিছু ডেকে যায়

কানে কানে কিছু কথা বলে দিয়ে যায়

হারিয়েছ আজ তুমি কোন অজানায়

স্মৃতির মাঝে খুঁজি শুধুই তোমায়

মনে পড়ে এক জোছনা রাতে

হাত রেখে শুধু তোমারি হাতে

গেঁথেছি কত না স্বপ্নগাঁথা

চোখে ছিল দুজনার কত যে কথা

আলো ভেবে যারে খুঁজি সেতো আলেয়া

তবু মনে ভেসে ওঠে তোমারি ছায়া

আলো ভেবে যারে খুঁজি সেতো আলেয়া

তবু মনে ভেসে ওঠে তোমারি ছায়া

সুখ পাখী নীড় ভেঙ্গে গ্যাছে অজানায়

খুঁজে ফিরি তবু সুখ কিসেরই মায়ায়

মনে পড়ে এক জোছনা রাতে

হাত রেখে শুধু তোমারি হাতে

গেঁথেছি কত না স্বপ্নগাঁথা

চোখে ছিল দুজনার কত যে কথা

মনে পড়ে এক জোছনা রাতে

হাত রেখে শুধু তোমারি হাতে

গেঁথেছি কত না স্বপ্নগাঁথা

চোখে ছিল দুজনার কত যে কথা

Еще от Obscure

Смотреть всеlogo

Тебе Может Понравиться

Mone Pore от Obscure - Тексты & Каверы