1.চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
রাগ করো না সুন্দরী গো
রাগলে তোমায় লাগে আরো ভাল
2.চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরো ভাল
সুন্দরী চলেছে একা পথে
?
1.ও টাঙ্গাওয়ালী হাত কর খালি
চাবুক রেখে আমার হাতে ধরো
সেই ভাল
2.ও টাঙ্গাওয়ালী হাত কর খালি
চাবুক রেখে আমার হাতে ধরো
সেই ভাল
একা একা এই পথে চলোনা
আর কারও নজরে পড়োনা
তাহলে যে মরে যাব আমি
1.চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরো ভাল
সুন্দরী চলেছে একা পথে
2.মুখেতে গালি
মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি করো
লাগে ভাল
1 মুখেতে গালি
মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি করো
লাগে ভাল
আমাকে পাশে নিয়ে চল না
মিষ্টি করে তুমি বল না
তোমাকে যে আমি ভালবাসি
2.চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরো ভাল
সুন্দরী চলেছে একা পথে
1.চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরো ভাল
1+2.চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরো ভাল
সুন্দরী চলেছে একা পথে