menu-iconlogo
huatong
huatong
partha-barua-bari-esho-cover-image

Bari Esho

Partha Baruahuatong
rosalvasnhuatong
Тексты
Записи
ওহো হো..... হো ও ও

মন শুধু মন ছুঁয়েছে

ও সে তো মুখ খুলেনি

সুর শুধু সুর তুলেছে

ভাষা তো দেয় নি

মন শুধু মন ছুঁয়েছে

ও সেতো মুখ খুলেনি

সুর শুধু সুর তুলেছে

ভাষা তো দেয় নি

মন শুধু মন ছুঁয়েছে

কেন এই নিঃসঙ্গতা

কেন এই মৌনতা

কেন এই নিঃসঙ্গতা

কেন এই মৌনতা

আমাকে ঘিরে

কেউ না জানুক কার কারনে

কেউ না জানুক কার স্বরণে

মন পিছু টানে

তবুও জীবন যাচ্ছে কেটে

জীবনের নিয়মে

তবুও জীবন যাচ্ছে কেটে

জীবনের নিয়মে… নিয়মে

এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা

এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা

সবিনয় নিবেদন কিছুই যে লাগে না

নিজেরই অজান্তে, হৃদয়ের অনন্তে

কিছু কথা ভালো লাগা

করে যায় রচনা

এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা

এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা

চোখের দৃষ্টি যেন

মনের গীতি কবিতা

বুকের ভালোবাসা

যেথায় রয়েছে গাঁথা

চোখের দৃষ্টি যেন

মনের গীতি কবিতা

বুকের ভালোবাসা

যেথায় রয়েছে গাঁথা

আমিতো সেই কবিতা পড়েছি

মনে মনে সুর দিয়েছি

কেউ জানে নি

মন শুধু মন ছুঁয়েছে

Еще от Partha Barua

Смотреть всеlogo

Тебе Может Понравиться