তোর কাছে যাবো, তোর সাথে গাব
মুছে দেবো অভিমান আদরে আদরে
তোর কাছে যাবো, তোর সাথে গাব
মুছে দেবো অভিমান আদরে আদরে
মন কাছে ডাকছি তোকে
মন শুধু ভাবছি তোকে মন
মনে পড়ছে তোকে
মন কাছে ডাকছি তোকে
মন শুধু ভাবছি তোকে মন
মনে পড়ছে তোকে
ঘুম যে আসে না, চাঁদ
একা পড়ে থাক
আর থাক কিছু স্মৃতি
নতুন স্বপনে
ঘুম যে আসে না, চাঁদ
একা পড়ে থাকএকা পড়ে থাক
আর থাক কিছু স্মৃতি
নতুন স্বপনে
মন কাছে ডাকছি তোকে
মন শুধু ভাবছি তোকে মন
মনে পড়ছে তোকে
মন কাছে ডাকছি তোকে
মন শুধু ভাবছি তোকে মন
মনে পড়ছে তোকে
তোর কাছে যাবো, তোর সাথে গাব
মুছে দেবো অভিমান আদরে আদরে
তোর কাছে যাবো, তোর সাথে গাব
মুছে দেবো অভিমান আদরে আদরে
মন কাছে ডাকছি তোকে
মন শুধু ভাবছি তোকে মন
মনে পড়ছে তোকে
মন কাছে ডাকছি তোকে
মন শুধু ভাবছি তোকে মন
মনে পড়ছে তোকে
মন কাছে ডাকছি তোকে
মন শুধু ভাবছি তোকে মন
মনে পড়ছে তোকে
মন কাছে ডাকছি তোকে
মন শুধু ভাবছি তোকে মন
মনে পড়ছে তোকে