ইচ্ছে করে আজও যেতে
সেই চেনা পথে, তোমার বাড়ির ঠিকানাতে
ইচ্ছে করে আজও যেতে
সেই চেনা পথে, তোমার বাড়ির ঠিকানাতে
না বলা কথা সব জমে
সবার সুখের মাঝে
নাটকে হাসির সাজে
আমার সুখটা গেছে চলে
জানি না কোথায় এর শেষ
আমি ভালো আছি এই বেশ
জানি না কোথায় এর শেষ
আমি ভালো আছি এই বেশ (আমি ভালো আছি এই বেশ)
তুমিও তো বোঝোনি, কোনোদিন জানোনি
কথা বলা দিয়েছো থামিয়ে
আমিও তো বলিনি, বিরক্ত করিনি
থাকো তুমি তোমার মতো করে
তুমিও তো বোঝোনি, কোনোদিন জানোনি
কথা বলা দিয়েছো থামিয়ে
আমিও তো বলিনি, বিরক্ত করিনি
থাকো তুমি তোমার মতো করে
শুধু করেছি আমি তোমার অপেক্ষা
রয়েছি তোমার শুধু হয়ে
জানি না কবে আবার হবে দেখা দু'জনার
কোনো এক চেনা স্মৃতি ভিড়ে
জানি না কোথায় এর শেষ
আমি ভালো আছি এই বেশ
জানি না কোথায় এর শেষ
আমি ভালো আছি এই বেশ
জানি না কোথায় এর শেষ
আমি ভালো আছি এই বেশ
জানি না কোথায় এর শেষ
আমি ভালো আছি এই বেশ