[F] আমি সব কিছু ভুলে যাই
যখন তোমায় কাছে পাই
আমি সব কিছু ভুলে যাই
যখন তোমায় কাছে পাই
[M] আমি চাই না এই জীবন
আমি চাইনা এই জীবন
শুধু তোমাকে চাই
[F] আমি সব কিছু ভুলে যাই
যখন তোমায় কাছে পাই
[F] ও সারাক্ষণ এই বুক
করে যে দুক দুক
কান পেতে যদি শুনো
[M] হুম লাজে রাঙা টুক টুক
হায়রে তোমার মুখ
পাগল করেছে যেনো
[F] যেদিকে তাকাই তুমি তুমি
যেদিকে তাকাই তুমি তুমি
তুমি ছাড়া কিছু নাই
আমি সব কিছু ভুলে যাই
যখন তোমায় কাছে পাই
[M] হে ধরেছি একবার হাত দুটি তোমার
ছাড়বো না দেখে নিও..
[F] ও স্বর্গ যেখানে হাসি সেখানে
নিয়ে চলো ওগো প্রিয়
[M] হৃদয়ে আমার তুমি তুমি
হৃদয়ে আমার তুমি তুমি
তুমি ছাড়া কেউ নাই
[F] আমি সব কিছু ভুলে যাই
যখন তোমায় কাছে পাই
[M] আমি চাই না এই জীবন
আমি চাই না এই জীবন
শুধু তোমাকে চাই
[F] আমি সব কিছু ভুলে যাই
যখন তোমায় কাছে পাই
আমি সব কিছু ভুলে যাই
[M+F] হুম হুম হুম হুম হুম
লা লা লা লা লা লা