menu-iconlogo
huatong
huatong
pritom-hasan-chand-mama-cover-image

CHAND MAMA

Pritom Hasanhuatong
nthny_crystlhuatong
Тексты
Записи
তোমার কথা ভুলতে গেলাম

ভুলতে গিয়া তাও ভুলিনা

ভুলতে গিয়া তাও ভুলিনা

গান বাজে দুই কানে

মন আমার পাগলা রকেট

আগুন লাগে তাও উড়ে না

তোমারে উড়তে দেইখা ব্যাথা লাগে এই প্রাণে

ভেলকি মারে ভেলকি মারে তোমার প্রেমের আগুনে

নিশি রাইতে ফাগুনে জলি আমি তেলে বেগুনে

ভালোবাইসা গালি মারি কার নিষেধ বারনে

বারে গিয়া দেখি নানি গান শুনে হেডফোনে

আয়রে আয় চাঁদ মামা চিমটি দিয়া যারে

কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে

চাঁদ মামা চাঁদ মামা চিমটি দিয়া যারে

কে ভালো কে রে মন্দ আমি চিনি নারে

কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে

কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে

(F)পাখি পাখি মন তোমার উড়তে গিয়া তাও উড়ে না

খালি খালি আশা দেখায় ভালবাইসা তাও বাসেনা

কাকেরি ঘর কোকিল বাসা বাঁধে ভুল দোষে

এমনি তোমার প্রেম আমারে মনে টানে না

তুমি পিছা ছাড়ো না আবার ভালোবাসো না

বল কি তফাৎ তোমার মাঝে আর পাগলে

ভেলকি মারে ভেলকি মারে তোমার প্রেমের আগুনে

(M) নিশি রাইতে ফাগুনে জলি আমি তেলে বেগুনে

ভালোবাইসা গালি মারি কার নিষেধ বারনে

বারে গিয়া দেখি নানি গান শুনে হেডফোনে

(F)আয়রে আয় চাঁদ মামা চিমটি দিয়া যারে

কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে

(M)চাঁদ মামা চাঁদ মামা চিমটি দিয়া যারে

কে ভালো কে রে মন্দ আমি চিনি নারে

চাঁদ মামা চাঁদ মামা চিমটি দিয়া যারে

কে ভালো কে রে মন্দ আমি চিনি নারে

কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে

কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে

কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে

কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে

কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে

Еще от Pritom Hasan

Смотреть всеlogo

Тебе Может Понравиться