menu-iconlogo
huatong
huatong
avatar

SEDINO CHILE TUMI AMARI

Rᴀɴᴀhuatong
ᵇᵈʳˢ᭄RᴀɴᴀVᴀɪ࿐🇧🇩huatong
Тексты
Записи
সেদিনও ছিলে তুমি আমারী....

আজ থেকে হয়ে গেলে পর.

লাল শাড়ি পড়ে যাবে দূরে কোথাও

যেখানে সাজানো বাসর....

সেদিনও ছিলে তুমি আমারী

আজ থেকে হয়ে গেলে পর

লাল শাড়ি পড়ে যাবে দূরে কোথাও

যেখানে সাজানো বাসর?

সেদিনও ছিলে তুমি আমার,,,,,,

?মিউজিক?

জীবন নাটকের নায়িকা হয়ে চলে গেলে....

ভালোবাসা শুধু অভিনয় ছিলো তাহলে...

জীবন নাটকের নায়িকা হয়ে চলে গেলে

ভালোবাসা শুধু অভিনয় ছিলো তা হলে....

সেই সাজানো নাটকের নায়ক আমায় বানালে কোনো বলো না...

সেদিনও ছিলে তুমি আমারী.. ….

তোমার আকাশে আলোর মিছিলে ভরে আছে...

আমার আকাশে আধারে ভরে গেছে.....

তোমার আকাশে আলোর মিছিলে ভরে গেছে

আমার আকাশে আধারে ভরে গেছে...

সেই আধারে পথ খোজা পাখি আমায়,

বানালে কেনো বলো না....

সেদিনও ছিলে তুমি আমারী

আজ থেকে হয়ে গেলে পর

লাল শাড়ি পড়ে যাবে কোথাও

যেখানে সাজানো বাসর...

সে দিনও ছিলে তুমি আমারী

আজ থেকে হয়ে,, গেলে পর

লাল শাড়ি পড়ে যাবে দূরে কোথাও

যেখানে সাজানো বাসর

সেদিনও ছিলে তুমি আমারী...

Еще от Rᴀɴᴀ

Смотреть всеlogo

Тебе Может Понравиться