menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি একটা বোকা মেয়ে- এন্ড্রু কিশোর।

RA RASELhuatong
mq_hineshuatong
Тексты
Записи
একটু অপেক্ষা করুন...

তুমি একটা বোকা মেয়ে,

কথার বুঝো আধা

তোমার প্রেমের মত্ত হইয়া

আমি হইলাম গাধা।

তোমা..র সাথে দেখা করতে,

তোমা..র সাথে দেখা করতে,

কত কষ্ট করে, এই যে.. আমি যাই

যাইয়া দেখি তোমা..র বড় ভাই

রে.... বন্দুয়া....

যাইয়া দেখি তোমা.. র বড় ভাই।

Encouragement by Salauddin Vai

তুমি একটা বোকা মেয়ে,

কথার বুঝো আধা

তোমার প্রেমের মত্ত হইয়া

আমি হইলাম গাধা।

তোমা..র সাথে দেখা করতে,

তোমা..র সাথে দেখা করতে,

কত কষ্ট করে, এই যে.. আমি যাই

যাইয়া দেখি তোমা..র বড় ভাই

রে.... বন্দুয়া....

যাইয়া দেখি তোমা.. র বড় ভাই।

Room Id: 1005358

তোমার ভাইরে দেখলে আমা..র

শুকাইয়া যায় গলা.....

মনের কথা মনে থাকে..

হয় না তো আর বলা...

তোমার ভাইরে দেখলে আমা..র

শুকাইয়া যায় গলা.....

মনের কথা মনে থাকে..

হয় না তো আর বলা...

কেমনে বুঝাই তুমি ছাড়া...

কেমনে বুঝাই তুমি ছাড়া...

আমা..র কেহো নাই...

রে... বন্দুয়া...

যাইয়া দেখি তোমা..র বড় ভাই

রে...বন্দুয়া...

যাইয়া দেখি তোমা..র বড় ভাই।

দেখলাম সেইদিন পুকুরঘাটে

বইসা পাশা পাশি,

হেড-মাষ্টারের পোলার সাথে...

করছো হাসাহাসি।

দেখলাম সেইদিন পুকুরঘাটে

বইসা পাশা পাশি,

হেড-মাষ্টারের পোলার সাথে...

করছো হাসাহাসি।

একদিনও.. শুনলানা তুমি...

একদিনও.. শুনলানা তুমি...

কি যে বলতে চাই...

রে... বন্দুয়া...

যাইয়া দেখি তোমা..র বড় ভাই

রে... বন্দুয়া...

যাইয়া দেখি তোমা..র বড় ভাই

তুমি একটা বোকা মেয়ে,

কথার বুঝো আধা

তোমার প্রেমের মত্ত হইয়া

আমি হইলাম গাধা।

তোমা..র সাথে দেখা করতে,

তোমা..র সাথে দেখা করতে,

কত কষ্ট করে, এই যে.. আমি যাই

যাইয়া দেখি তোমা..র বড় ভাই

রে.... বন্দুয়া....

যাইয়া দেখি তোমা.. র বড় ভাই।

রে.... বন্দুয়া....

যাইয়া দেখি তোমা.. র বড় ভাই।

রে.... বন্দুয়া....

যাইয়া দেখি তোমা..... র বড়...ভাই।

Thank You

Еще от RA RASEL

Смотреть всеlogo

Тебе Может Понравиться