menu-iconlogo
huatong
huatong
avatar

ESHO SHAMOLO SUNDORO -SPONDAN'S BEATWAVES

Rabindrahuatong
Sabahat★Sanazhuatong
Тексты
Записи
এসো শ্যামল সুন্দর

এসো শ্যামল সুন্দর

আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা

বিরহিণী চাহিয়া আছে আকাশে

শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর

সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে

তমালকুঞ্জপথে সজল ছায়াতে

নয়নে জাগিছে করুণ রাগিণী

শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর

বকুলমুকুল রেখেছে গাঁথিয়া

বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি

বকুলমুকুল রেখেছে গাঁথিয়া

বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি

আনো সাথে তোমার মন্দিরা

চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে

বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী

বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী

ঝঙ্কারিবে মঞ্জীর রুণু রুণু

শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর

আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা

বিরহিণী চাহিয়া আছে আকাশে

শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর

এসো শ্যামল সুন্দর

Еще от Rabindra

Смотреть всеlogo

Тебе Может Понравиться

ESHO SHAMOLO SUNDORO -SPONDAN'S BEATWAVES от Rabindra - Тексты & Каверы