menu-iconlogo
huatong
huatong
avatar

সে দিন দুজনে দুলেছিনু বনে Rabindra Sangeet

Rabindra Sangeethuatong
rs69022huatong
Тексты
Записи
সে দিন দুজনে দুলেছিনু বনে,

ফুলডোরে বাঁধা ঝুলনা...

সেদিন দুজনে দুলেছিনু বনে,

ফুলডোরে বাঁধা ঝুলনা...

সেই স্মৃতিটুকু

কভু খনে খনে যেন জাগে মনে

ভুলোনা ভুলোনা ভুলোনা...

সে দিন দুজনে দুলেছিনু বনে,

ফুলডোরে বাঁধা ঝুলনা...

সে দিন দুজনে দুলেছিনু বনে,

ফুলডোরে বাঁধা ঝুলনা...

সে দিন বাতাসে ছিল তুমি জান

আমারি মনের প্রলাপ জড়ানো

সে দিন বাতাসে ছিল তুমি জান

আমারি মনের প্রলাপ জড়ানো

আকাশে আকাশে আছিল ছড়ানো

তোমার হাসির তুলনা

ভুলোনা ভুলোনা ভুলোনা

সে দিন দুজনে দুলেছিনু বনে,

ফুলডোরে বাঁধা ঝুলনা...

সে দিন দুজনে দুলেছিনু বনে,

ফুলডোরে বাঁধা ঝুলনা...

যেতে যেতে পথে পূর্ণিমারাতে

চাঁদ উঠেছিল গগনে

দেখা হয়েছিল তোমাতে আমাতে

কি জানি কি মহালগনে

চাঁদ উঠেছিল গগনে

যেতে যেতে পথে পূর্ণিমারাতে

চাঁদ উঠেছিল গগনে

দেখা হয়েছিল তোমাতে আমাতে

কি জানি কি মহালগনে

চাঁদ উঠেছিল গগনে

এখন আমার বেলা নাহি আর,

বহিব একাকী বিরহের ভার

এখন আমার বেলা নাহি আর,

বহিব একাকী বিরহের ভার

বাঁধিনু যে রাখী পরানে তোমার

সে রাখী খুলো না খুলো না

ভুলোনা ভুলোনা

সে দিন দুজনে দুলেছিনু বনে,

ফুলডোরে বাঁধা ঝুলনা...

সে দিন দুজনে দুলেছিনু বনে,

ফুলডোরে বাঁধা ঝুলনা...

Еще от Rabindra Sangeet

Смотреть всеlogo

Тебе Может Понравиться