menu-iconlogo
huatong
huatong
avatar

Purano Sei Diner

Rabindranath Tagorehuatong
mrbourbeauhuatong
Тексты
Записи
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়

ও সেই চোখের দেখা, প্রাণের

কথা, সে কি ভোলা যায়

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়

ও সেই চোখের দেখা, প্রাণের

কথা, সে কি ভোলা যায়

আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়

মোরা সুখের দুখের কথা

কব, প্রাণ জুড়াবে তায়।

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়

ও সেই চোখের দেখা, প্রাণের

কথা, সে কি ভোলা যায়

মোরা ভোরের বেলা ফুল

তুলেছি, দুলেছি দোলায়

বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।

মোরা ভোরের বেলা ফুল

তুলেছি, দুলেছি দোলায়

বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।

হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়

আবার দেখা হল, সখা, প্রাণের মাঝে আয়।।

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়

ও সেই চোখের দেখা, প্রাণের

কথা, সে কি ভোলা যায়

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়

ও সেই চোখের দেখা, প্রাণের

কথা, সে কি ভোলা যায়

Еще от Rabindranath Tagore

Смотреть всеlogo

Тебе Может Понравиться