ঘুম নেই কেন চোখে
আমি জানি না
শুধু জেগে জেগেই রাত কাটে
দলছুট ভোরের আশায়
ঘুম নেই কেন চোখে
আমি জানি না
শুধু জেগে জেগেই রাত কাটে
দলছুট ভোরের আশায়
ভোর মানে কি সূর্য ওঠা
চেনা ঠিকানায় স্বপ্ন ছুঁয়ে
হারিয়ে যাওয়া নীল বেদনায়
সেই আলোতে জীবন খোঁজা
কোন সে ভরসায়
কোন সে ভরসায়
ঘুম নেই কেন চোখে
আমি জানি না
শুধু জেগে জেগেই রাত কাটে
দলছুট ভোরের আশায়
রাত্রি আমার ঘুম কেড়েছে
স্বপ্নের ইশারায়, ভোরের আলোয়
পাই না খুঁজে আমি যে আমায়
বন্ধু, এসো ভালোবাসার
নতুন ঠিকানায়
নতুন ঠিকানায়
ঘুম নেই কেন চোখে
আমি জানি না
শুধু জেগে জেগেই রাত কাটে
দলছুট ভোরের আশায়
ঘুম নেই কেন চোখে