menu-iconlogo
huatong
huatong
avatar

Jhiri jhiri tumi bow

Raghab Chatterjeehuatong
সাগর_পিয়াসীhuatong
Тексты
Записи
ঝিরি ঝিরি ঝিরি ঝিরি ঝিরি ঝিরি ঝিরি ঝিরি ঝিরি ঝিরি...(X2)

তুমি বও, তুমি বও, তুমি বও

মনের আকাশে, মনের বাতাসে (X2)

আগুন লাগিয়ে তুমি চলে যাও....

.

ঝিরি ঝিরি ঝিরি ঝিরি ঝিরি ঝিরি ঝিরি ঝিরি ঝিরি ঝিরি...

তুমি বও, তুমি বও, তুমি বও

মনের আকাশে, মনের বাতাসে

আগুন লাগিয়ে তুমি চলে যাও....

.

.

বইছে দহন স্রোত ধমনী শিরায়...

স্নিগ্ধ আগুন যেনো শাওন ধারায়

ঝিরি ঝিরি ঝিরি....

ওহো....

বইছে দহন স্রোত ধমনী শিরায়...

স্নিগ্ধ আগুন যেনো শাওন ধারায়

পুড়েই চলে মন আমার

বুঝতে কি পাও (X2)...

তিরি তিরি তিরি তিরি তিরি তিরি তিরি তিরি তিরি তিরি....

তুমি বও, তুমি বও, তুমি বও

মনের গভীরে ধীরে ধীরে ধীরে..

ধারায় ভাসিয়ে তুমি চলে যাও...

.

.

আমাকে ভাসালে যে ধারায় তুমি

ভাসবে তোমারও যেনো

মনের ই ভূমি...

ঝিরি ঝিরি ঝিরি...

ও...আমাকে ভাসালে যে ধারায় তুমি

ভাসবে তোমারও যেনো

মনের ই ভূমি...

ভেসেই যদি যেতে হয়,

হাত টা বাড়াও (X2).....

ঝিরি ঝিরি ঝিরি তিরি তিরি তিরি ঝিরি ঝিরি তিরি তিরি...

ঝিরি ঝিরি ঝিরি ঝিরি ঝিরি ঝিরি ঝিরি ঝিরি তিরি তিরি

তুমি বও, তুমি বও, তুমি বও

মনের আকাশে, মনের বাতাসে(X2)

আগুন লাগিয়ে তুমি চলে যাও....

Еще от Raghab Chatterjee

Смотреть всеlogo

Тебе Может Понравиться