menu-iconlogo
huatong
huatong
avatar

Mone Ki Dwidha Rekhe Gele

Raghab Chatterjeehuatong
neurodoc56huatong
Тексты
Записи
মনে কী দ্বিধা রেখে গেলে চলে সে দিন ভরা সাঁঝে, যেতে যেতে দুয়ার হতে কী ভেবে ফিরালে মুখখানি– কী কথা ছিল যে মনে মনে মন

ে কী দ্বিধা রেখে গেলে চলে তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে–

মনে কী দ্বিধা রেখে গেলে চলে

আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি

তুমি আছ দূর ভুবনে মনে কী দ্বিধা রেখে গেলে চলে আকাশে

উড়িছে বকপাঁতি, বেদনা আমার তারি সাথী আকাশে উড়িছে

বারেক তোমায় শুধাবারে চাই বিদায়কালে কী বল নাই, বারেক তোমায় শুধাবারে চাই বিদায়কালে কী বল নাই, সে কি রয়ে গেল গো সিক্ত যূথীর

গন্ধবেদনে, মনে মনে কী দ্বিধা রেখে গেলে চলে

Еще от Raghab Chatterjee

Смотреть всеlogo

Тебе Может Понравиться