তোমার মনের নাগাল আমি
পাইনি আজও খুঁজে
লক্ষ ঝিনুক মিললো তবু
মুক্তো পেলাম না যে
তোমার মনের নাগাল আমি
পাইনি আজও খুঁজে
লক্ষ ঝিনুক মিললো তবু
মুক্তো পেলাম না যে
চোখের ভাষায় কী ছল ছিল
গহন মেঘনা কাজলকালো
চোখের ভাষায় কী ছল ছিল
গহন মেঘনা কাজলকালো
মিথ্যে আশার প্রদীপ জ্বালিয়ে
মিথ্যে আশার প্রদীপ জ্বালিয়ে
মিছেই পুড়েছি নিজে
তোমার মনের নাগাল আমি
পাইনি আজও খুঁজে
লক্ষ ঝিনুক মিললো তবু
মুক্তো পেলাম না যে
মায়াবী সেই রাতে মায়াবিনী হয়ে
দিয়েছিলে ধরা আমার হৃদয়ে
মায়াবী সেই রাতে মায়াবিনী হয়ে
দিয়েছিলে ধরা আমার হৃদয়ে
বুঝিনি আলেয়া, চিনিনি তখন
বুঝিনি আলেয়া, চিনিনি তখন
মরুতে মরীচিকা সে
তোমার মনের নাগাল আমি
পাইনি আজও খুঁজে
লক্ষ ঝিনুক মিললো তবু
মুক্তো পেলাম না যে
তোমার মনের নাগাল আমি
পাইনি আজও খুঁজে