menu-iconlogo
huatong
huatong
avatar

ও কন্যা গো

Rahul AMBhuatong
futurepower1huatong
Тексты
Записи
ছেলে ও কন্যা গো..

ঢাইয়োনা ঢাইকোনা যৌবন

রঙ্গিন কাপড় দিয়া

এই বয়সে মরবে শেষে

গরমে পুড়িয়া আমায়

কইরাছো পাগল

মেয়ে ও সুজন গো..

মাইয়া মাণুষ দেইখা যারা

পিছে পিছে ঘুরে

চলতে গিয়া আচার খাইয়া

তারা আগে মরে

তোমার মাথায় গন্ড গোল

ছেলে ও কন্যা গো..

চান্দের আলো ফুইটা আছে

তোমার সারা গায়ে

ধরা দিলে হিয়ার আলতা

দিতাম তোমার পায়ে

আমায় কইরাছো পাগল

মেয়ে ও সুজন গো..

আকাশেতে চাঁদ উঠিলে

সবার চোখে পরে

ধরতে গেলে যায়না ধরা

থাকে বহু দূরে তোমার

মাথায় গন্ড গোল

ছেলে ও কন্যা গো..

রূপে তোমার হার মানিবে

পরিস্থানের পরি

পরান ভইরা দেখি তোমায়

আস্তে চালাও গাড়ি

আমায় কইরাছো পাগল

RAHUL AMB

মেয়ে ও সুজন গো..

আজেবাজে কথা কইলে

তুমি হইবা দোষি

পঞ্চায়েতে বিচার দিয়া

তোমায় দেবো ফাঁসি তোমার

মাথায় গন্ড গোল

*****************

ছেলে ও কন্যা গো..

ফাঁসি দিলে দিতে পারো

মানাত করিনি

ফাঁসির দড়ি যদি হয় গো

তোমার চুলের বেণি

আমায় কইরাছো পাগল

এন্ডু কিশোর মমতাজ

Еще от Rahul AMB

Смотреть всеlogo

Тебе Может Понравиться