নিজেকে প্রশ্ন করো
বদলেছো তুমি নাকি আমি?
নিজেকে প্রশ্ন করো
বদলেছো তুমি নাকি আমি?
জানি উত্তর পাবোনা তবু বলি
শুভ রাত্রি, ঘুমিয়ে পড়ো তুমি,
শুভ রাত্রি, ঘুমিয়ে পড়ো তুমি
শুভ রাত্রি, ঘুমিয়ে পড়ো তুমি।
নিজেকে প্রশ্ন করো
বদলেছো তুমি নাকি আমি?
নিজেকে প্রশ্ন করো
বদলেছো তুমি নাকি আমি?
জানি উত্তর পাবোনা তবু বলি
শুভ রাত্রি, ঘুমিয়ে পড়ো তুমি,
শুভ রাত্রি, ঘুমিয়ে পড়ো তুমি..
শুভ রাত্রি, ঘুমিয়ে পড়ো তুমি।
কতো রাত জাগা প্রতিশ্রুতি
সব কি মিথ্যে বলেছিলে তুমি ?
কতো রাত জাগা প্রতিশ্রুতি
সব কি মিথ্যে বলেছিলে তুমি ?
হয়ে গেছি খুব একা আমি
তোমায় কি ভুল চিনেছি আমি ?
যদি আমার চেয়ে কেউ ভালো রাখতে পারে...
সঁপে দিলাম আমি তোমায় তারই কাছে ..
মন থেকে বলছি আমি
তোমাকে এখনও ভালোবাসি,
মন থেকে বলছি আমি
তোমাকে এখনও ভালোবাসি,
রোজ স্বপ্নে তোমার আসবো আমি,
শুভ রাত্রি, ঘুমিয়ে পড়ো তুমি
শুভ রাত্রি, ঘুমিয়ে পড়ো তুমি..
শুভ রাত্রি, ঘুমিয়ে... পড়ো... তুমি।