menu-iconlogo
huatong
huatong
avatar

আমি কার জন্য পথ চেয়ে রবো

Razzakhuatong
musicmakerstudiohuatong
Тексты
Записи
আমি কার জন্যে, পথো চেয়ে রবো

আমার কি দায় পড়েছে

আমার অনেক, কাজ ছিলো

তাইতো আসতে, দেরী হয়েছে

কিছু মনে করোনা

রোজ রোজ একি, অজুহাত

কাজ আর শুধু কাজ

কাল তবে কেনো বলেছো

বেড়াতে নিয়ে যাবে আজ

দোষ যদি হয়ে থাকে

ক্ষমা করো আমাকে

আর কখনও ভূল হবে না

এখন বেড়াতে চলো না

আমি কার জন্যে, পথো চেয়ে রবো

আমার কি দায় পড়েছে

আকাশ অনেক মেঘলা ছিল

বৃষ্টি হবে ভেবে দেরী হয়েছে

ওগো রাগ করো না

মিথ্যে কথা বলা

মেয়েদের কেবল সাজে

তাদের পাল্লায় পড়লে

পুরুষের বারোটা বাজে

মেয়েরা না এলে পরে

তোমাদের সংসারে

পুরুষকে দিতো কে সান্তনা

এখন অভিমান ভূলো না

আমি কার জন্যে, পথো চেয়ে থাকি

আমার একি হয়েছে

তুমি আমায়, কতো ভালোবাসো

আজকে মন তাই জেনে গেছে

ওগো কাছে এসো না

Еще от Razzak

Смотреть всеlogo

Тебе Может Понравиться