menu-iconlogo
huatong
huatong
avatar

ভূল বুঝে চলে যাও, যতো খুশি

Rinkuhuatong
msmagic61huatong
Тексты
Записи
ভুল বুঝে চলে যাও

যত খুশি ব্যাথা দাও

ভুল বুঝে চলে যাও,

খুশি ব্যাথা দাও

ভুল বুঝে চলে যাও,

যত খুশি ব্যাথা দাও

সব ব্যাথা নিরবে সইবো বন্ধুরে…

তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো।

ভুল বুঝে চলে যাও,

যত খুশি ব্যাথা দাও

ভুল বুঝে চলে যাও,

যত খুশি ব্যাথা দাও

সব ব্যাথা নিরবে সইবো বন্ধুরে..

তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো

মন গগণে ফুল বনে

তুমি বনমালী

আমি তো সেদিন ছিলাম

প্রথম গানের কলি

মন গগণে ফুল বনে

তুমি বনমালী

আমি তো সেদিন ছিলাম

প্রথম গানের কলি

দুটি বীনা একটি সূর

আহা কত সুমধুর

দুটি বীনা একটি সূর

ভালোবাসা কি মধুর

তোমায় ছেড়ে যত দুরে রইবো বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো

যে গানের বিনিময়ে

ভালোবাসা বাসী

সেই গানের ছন্দে দিতাম

মুক্তাঝরা হাসি

যে গানের বিনিময়ে

ভালোবাসা বাসী

সেই গানের ছন্দে দিতাম

মুক্তাঝরা হাসি

মিলন রজনী

আজও তো ভূলিনি

মিলন রজনী

আজও তো ভূলিনি

বিরহের রাগিনী হয়ে বাঁচবো বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো

ভাই বলো বন্ধু বলো

কেউ রবেনা পাশে.. মাতাল

রাজ্জাকেরে ঐ পারের ডাক

যদি নেমে আ..সে

ভাই বলো বন্ধু বলো…

কেউ রবেনা পাশে.. মাতাল

রাজ্জাকেরে ঐ পারের ডাক

যদি নেমে আসে

ধুলো কাঁদা মুছিয়া

বন্ধুয়ার কাছে যাইয়া

ধুলো কাঁদা মুছিয়া

বন্ধুয়ার কাছে যাইয়া

চরনে লুটিয়া আমি রইবো বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো….

ভুল বুঝে চলে যাও,

যত খুশি ব্যাথা দাও

ভুল বুঝে চলে যাও,

যত খুশি ব্যাথা দাও

সব ব্যাথা নিরবে সইবো বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইব….

Еще от Rinku

Смотреть всеlogo

Тебе Может Понравиться