menu-iconlogo
huatong
huatong
avatar

Kanar Haat Bazar

Rinkuhuatong
s_andrzejewskihuatong
Тексты
Записи
কানার হাট বাজার

শিল্পী: রিংকু

গুরু গো...............

ও ও ও ও ও ও ও ও ও ও ও

বেদ বিধির পর শাস্ত্র কানা

বেদ বিধির পর শাস্ত্র কানা

আর এক কানা মন আমার।

এসব দেখি কানার হাট বাজার

এসব দেখি কানার হাট বাজার

এসব দেখি কানার হাট বাজার

এক কানা কয় আর এক কানারে

চল এবার ভবোপারে

এক কানা কয় আর এক কানারে

চল এবার ভবোপারে

নিজে কানা পথ চেনে না

নিজে কানা পথ চেনে না

পরকে ডাকে বারং বার।

এসব দেখি কানার হাট বাজার

এসব দেখি কানার হাট বাজার

পণ্ডিত কানা অহংকারে

সাধু কানা অন বিচারে

পণ্ডিত কানা অহংকারে

মোড়ল কানা চোগলখোরে

আন্দাজে এক খুঁটি গেড়ে

আন্দাজে এক খুঁটি গেড়ে

জানে না সীমানা কার।

এসব দেখি কানার হাট বাজার

এসব দেখি কানার হাট বাজার

কানায় কানায় উলা মেলা

বোবাতে খায় রসগোল্লা গো

আবার লালন বলে মদনা কানা

লালন বলে মদনা কানা

ঘুমের ঘোরে দেয় বাহার।

এসব দেখি কানার হাট বাজার

এসব দেখি কানার হাট বাজার

বেদ বিধির পর শাস্ত্র কানা

বেদ বিধির পর শাস্ত্র কানা

আর এক কানা মন আমার।

এসব দেখি কানার হাট বাজার

এসব দেখি কানার হাট বাজার

গুরু গো...................

ও ও ও ও ও ও ও ও ও ও ও

Еще от Rinku

Смотреть всеlogo

Тебе Может Понравиться