menu-iconlogo
huatong
huatong
rinku-kanar-hat-bazar-cover-image

Kanar hat bazar || কানার হাট বাজার

Rinkuhuatong
rforgues7huatong
Тексты
Записи
গুরু গো..........

গুরু গো..........

বেদ বিধির পর শাস্ত্র কানা

বেদ বিধির পর শাস্ত্র কানা

আর এক কানা মন আমার

এসব দেখি কানার হাট বাজার

এসব দেখি কানার হাট বাজার

বেদ বিধির পর শাস্ত্র কানা

বেদ বিধির পর শাস্ত্র কানা

আর এক কানা মন আমার

এসব দেখি কানার হাট বাজার

এসব দেখি কানার হাট বাজার

এক কানা কয় আর এক কানারে....

চল এবার ভবপারে

এক কানা কয় আর এক কানারে

চল এবার ভবপারে

নিজে কানা পথ চেনে না

নিজে কানা পথ চেনে না

পরকে ডাকে বারে বার

এসব দেখি কানার হাট বাজার

এসব দেখি কানার হাট বাজার

কানায় কানায় উলামিলা....

বোবাতে খায়...রসগোল্লা গো

হায় হায় বোবাতে খায় রসগোল্লা গো

আবার তেমনি লালন মদনা কানা

তেমনি লালন মদনা কানা

ঘুমের ঘোরে দেয় বাহার

এসব দেখি কানার হাট বাজার

এসব দেখি কানার হাট বাজার...

বেদ বিধির পর শাস্ত্র কানা

বেদ বিধির পর শাস্ত্র কানা

আর এক কানা মন আমার

এসব দেখি কানার হাট বাজার

এসব দেখি কানার হাট বাজার

এসব দেখি কানার হাট বাজার

সমাপ্ত

Еще от Rinku

Смотреть всеlogo

Тебе Может Понравиться